সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)

CSID

সর্বশেষ:

Latest news

পঠভূমি

১৯ শতক পর্যন্ত প্রতিবন্ধিতাকে চিকিৎসা বিষয়ক ও মানবিক দৃষ্টিকোন বিবেচনা করা হতো। মনে করা হতো পাপের ফলেই প্রতিবন্ধী হয়। প্রতিবন্ধী ব্যক্তিকে বিবেচনা করা হতো অভিশাপ বা দূর্ভাগ্যের ফল হিসেবে। পর্যাপ্ত তথ্য না পাওয়ার কারনে প্রতিবন্ধিতা বিষয়ে মানুষ সচেতন ছিল না। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও তার আইনগত সুরক্ষার কোন ব্যবস্থা ছিলনা। প্রতিবন্ধী ব্যক্তিগণ ছিল বঞ্চিত, অবজ্ঞা ও অবহেলার শিকার যা তাদেরকে সমাজের মূলস্রোতধারা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। সরকারও প্রতিবন্ধী বিষয়টিকে কল্যাণকার হিসাবে বিবেচনা করে, লে প্রতিবন্ধী ব্যক্তিরা সকল প্রকার উন্নয়ন পরিকল্পনা ও কাযক্রম হতে সম্পূণরূপে বঞ্চিত ছিল। খুব অল্প সংখ্যক বেসরকারী প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাজ করছিল কিন্তু তারাও মূলত অধিকার অপেক্ষা চিকিৎসা বিষয়টিকে গুরুত্ব দিয়েছিল।

ব্যক্তি জীবনে উপরোক্ত অভিজ্ঞতার আলোকে খন্দকার জহুরুল আলম, (বর্তমান নির্বাহী পরিচালক, যিনি নিজেও একজন শারিরীক প্রতিবন্ধী) দুইজন প্রতিবন্ধী ব্যক্তি ও আরো দুজন সমমনা সমাজকর্মীকে নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে অলাভজনক ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিসএ্যাবিলিটি (সিএসআইডি) গঠন করেন।

ক্রমউপজেলার নামনিয়মিতঅনিয়মিতস্বেচ্ছাসেবীসর্বমোট
 পুরুষমহিলামোটপুরুষমহিলামোটপুরুষমহিলামোট
০১সদর উপজেলা০১0২0৩000৩0৩0000000৫
০২দক্ষিণ সুরমা উপজেলা000২0২000২000000000৩
০৩প্রজেক্ট ম্যানেজার0১000১0000000000000১
০৪একাউন্টস অফিসার0১000১0000000000000১
০৫প্রজেক্ট অফিসার0১000১0000000000000১
০৬ডি আর পি0১0১0১0000000000000১
০৭সার্পোট স্টাফ0১000১0000000000000১
০৮কুক000000000১000000000১