সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)

CSID

সর্বশেষ:

Latest news

লক্ষ্য ও উদ্দেশ্য

o প্রতিন্ধিত্ব কোন কল্যাণমূলক বিষয় নয় এটি একটি উন্নয়নমূলক বিষয়।
o সুযোগ এবং মর্যাদার সমতা।
o শিশু ও নারীগণের অগ্রাধিকার।
o মতপ্রকাশ ও অধিকার ভোগের স্বাধিনতা।
o দায়বদ্ধতা এবং স্বচ্ছতা।

  • পরিবারে ও সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ।
  • প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভৌত অবকাঠামোগত ও র্আথ-সামাজকি বাধাহীন পরিবেশ প্রতিষ্ঠা।
  • প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠিত করা, নিজস্ব সংগঠন তৈরীতে সহায়তা করা, ক্ষমতায়নের মাধ্যমে অধিকার আন্দোলন সক্ষম করে তোলা।
  • ধরণ, বয়স ও লিঙ্গ নির্বিশেষে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ ও অধিকার উন্নয়নের মাধ্যমে সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করা।